আসসালামু আলাইকুম।

আমি মোহাম্মদ তানভীর হোসেন তুষার। আমি বর্তমানে ঢাকায় অবস্থিত “আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের” কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।


আমি 2016 সালে “ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট” থেকে মাধ্যমিক এবং 2018 সালে “সরকারি বিজ্ঞান কলেজ” থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।


আমার এই প্রোগ্রামিং ব্লগটি লেখার উদ্দেশ্য হলো, যারা প্রবলেম সলভিং এ নতুন তারা যেন সহজেই কোনো একটা প্রবলেম বুঝতে পারে এবং এর সলিউশনে কিভাবে আসতে হবে তা যেন ধরতে পারে। কারণ আমি যখন শুরুতে প্রবলেম সল্ভ করতে যাই তখন অনেক সহজ প্রবলেমই বুঝতে পারতাম না। তখন কোনো একটা প্রবলেম এর আইডিয়া পাবার জন্য গুগল করলে সেখানে হয়তো কোড দেওয়া থাকতো কিন্তু কিভাবে ধাপে ধাপে একটা প্রবলেমের সলিউশন বের করতে হবে তা নিয়ে কোনো কিছু থাকতো না। কিছু ক্ষেত্রে থাকলেও তা আরো বিস্তারিত হতে পারতো। কারণ শুরুতেই ব্যাপার গুলো ধরতে পারা কিছুটা কঠিন। তাই ভাবলাম কেমন হয় যদি এমন একটা ব্লগ থাকবে যেখানে সবকিছুর বিস্তারিত আলোচনা করা থাকবে। যদিও আমি ২য় বর্ষে অধ্যয়নরত। খুবই কম জানি কিন্তু যা শিখেছি তা যদি সবার সাথে শেয়ার করা যায় তাহলে বিগিনারদের জন্য বেশ ভালো হবে বলে আমি মনে করি। তাই এই কোয়ারেন্টিনে লিখতে বসে গেলাম:)

ভুল থাকলে ধরিয়ে দিবেন। কৃতার্থ থাকবো।

ধন্যবাদ সবাইকে:)